কক্সবাজারের সাংবাদিক নেতা আবু তাহেরের দাবির প্রেক্ষিতে আবাসন দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

জেলা প্রতিনিধি :

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর দাবির প্রেক্ষিতে দেশের সব জেলার সাংবাদিকরা পেতে যাচ্ছেন মাথা গোঁজার ঠিকানা আবাসন।

২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের জন্য আবাসন বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আবাসন ও প্লট ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি ।

সভায় আবু তাহের চৌধুরী আরো বলেন, কক্সবাজারের যে উন্নয়ন হয়েছে তা আশাতীত। ১১ নভেম্বর শেখ হাসিনা কক্সবাজারে আসছেন এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কক্সবাজারের মানুষ। সেই সাথে কক্সবাজারের সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের সাংবাদিক নেতা আবু তাহের চৌধুরীর বক্তব্য গুরুত্বসহকারে শুনেন এবং সমাপনী বক্তব্যে আশ্বাস দেন জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করার। অনেক মিডিয়ায় নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়াকে দুঃখজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য নতুন দশম ওয়েজবোর্ড ঘোষণার প্রস্তুতি চলছে বলেও জানান।

প্রতিনিধি সভায় বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। সভা সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপ আজাদ। শোকপ্রস্তাব পাঠ করেন সহসভাপতি মধুসূদন মণ্ডল। সাম্মেলনে বিএফইউজের সাবেক সভাপতি ও মহাসচিবদের সম্মাননা দেওয়া হয়। প্রবীণ সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মনজুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভুঁইয়া, শাবান মাহমুদ ও ওমর ফারুক প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

১৩টি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একটির সাধারণ সম্পাদক সভায় বক্তৃতা করেন। তারা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল কবির খোকন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আমজাদ হোসেন শেখ মিন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী।

আরও খবর