বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামায় গহীন জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত আটটার দিকে গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ি মোস্তফা গ্রুপের বাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় হিল ভিডিপি সদস্য মো. রফিক ও হাফিজ উদ্দিন জানান, লামা-সুয়ালক সড়কে গজালিয়া মোস্তফা গ্রুপ রাবার বাগানের পাশে জঙ্গলে লাশটি পড়ে ছিল। লাশ পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশের গায়ে কোন কাপড় নেই। মরদেহটি পুরুষ মানুষের এটা বুঝা যাচ্ছে। লাশের পাশে একটি বার্মিজ লুঙ্গি পাওয়া গেছে। সেই থেকে ধারণা করা হচ্ছে লাশটি কোন উপজাতি লোকের হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । চার থেকে পাঁচদিন আগে থেকে গহীন জঙ্গলে লাশটি পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। লাশটি পচেঁ গেছে। তবে এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-