বিশেষ প্রতিবেদক :
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ৩৫ জনকে আসামী করে উখিয়া থানায় ১ টি মামলা দায়ের করেছে পুলিশ।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দব্য ব্যবহার আইনে এ মামলা দায়ের করা হয় বলে জানান থানার ডিউটি অফিসার।
উখিয়া থানায় দায়েরকৃত মামলার বাদী হয়েছেন এস আই মোঃ আবদুল ওয়াহেদ। হরতালের নামে সহিংসতা, ভাঙচুর, সড়ক অবরোধ, টাইয়ার পোড়ানো সংঘটিত করার অপরাধে উক্ত মামলায় আসামী করা হয় ৩৫ জন বিএনপির নেতাকর্মীকে।
থানা সূত্রে জানা যায়, মামলার আসামীরা হলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরফাত চৌধুরী, বেলাল উদ্দিন, জানে আলম জানু, ছালাম উল্লাহ,দিদারুল আলম, মোঃ রিদুয়ান,হেলাল উদ্দিন, রিদুয়ানুল হক বাপ্পি, সাজেদুল ইসলাম লিটন, জহুর আহমদ চৌধুরী, রফিক উল্লাহ,রিদুযান সিদ্দিকী, সাইফুল্লাহ সিকদার, এড: শাহ আমিন, দলিলুর রহমান, জামাল মাহমুদ, মনিরুল ইসলাম, সাইফুল সিকদার, খাইরুল আমিন, সাবিত চৌধুরী, হেলাল উদ্দিন, রুহুল আমিন রুবেল, মো: ইউনুস, আবুল হোসেন,শামসুল আলম সোহাগ, মোহাম্মদ ইয়াছিন, জসিম উদ্দিন, আতাউর রহমান, মোহাম্মদ আলম, আবদুস সালাম, আলী হোসেন সুমন ও আমিনুল হক।
এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা হলদিয়া পালং পাগলির বিল এলাকার হেলাল উদ্দিনকে পুলিশ আটক করেছে।
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতার কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি গায়েবি , সাজানো ও মিথ্যা। সৌদি আরবে অবস্থান করছে এমন ব্যক্তিকেও আসামি করা হয়। গত রবিবার উখিয়ায় কোন ধরনের সহিংসতা ঘটনা ঘটেনি।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী জানান, হরতালের দিন উখিয়ার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ও নাশকতামূলক ঘটনাই ঘটেনি। স্থানীয় সরকার দলের নেতারা অতিরিক্ত প্রশাসনিক শক্তি ব্যবহার ও গায়েবী মামলা দায়ের করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-