কক্সবাজার ভাইয়ের হাতে ভাই খুন!

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার পৌরশহরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ওসি বলছে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে পৌরসভার দক্ষিন রুমালিয়ারছড়া টেকনাইপ্পা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত আলম (৩৫) পৌরসভার দক্ষিন রুমালিয়ারছড়া টেকনাইপ্পা পাহাড় এলাকার মৃত আব্দুল হামিদ (প্রকাশ) বাইল্লা মিস্ত্রির ছেলে। হত্যাকাণ্ডে জড়িত মালেক (৪৫) নিহত শওকত আলমের আপন বড় ভাই। তিনিও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শওকত আলম (প্রকাশ) শওকতরা ছয় ভাই। এর মধ্যে ৩নং ভাই ও সবার ছোট ৬ নং ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার তর্কাতর্কিও হয়েছিল। তাদের পারিবারিক বিরোধ চলমান ছিল।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বড় ভাই মালেকের ঘরের টিনে কিরিস দিয়ে কুপাইছিল নিহত শওকত। ওই সময় প্রতিবাদ করতে আসা মালেকের হাতে যে কিরিস ছিল তা দিয়ে নিহত শওকতকে গুরুতর জখম করে। নিহত শওকতের স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করে। চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

দক্ষিন রুমালিয়ারছড়া এলাকার স্থানীয় নুরুল হুদা নামে একজন জানান, হত্যাকারী বড় ভাই মালেককে না পেয়ে তার স্ত্রীকে গুলজার বেগম আয়েশাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

ওসি জানান, ঘটনার পর থেকে জড়িতদের আটক করতে থানা পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষ করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর