আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার সদর হাসপাতালে থেকে পালিয়ে যাওয়া আসামি রাশেদা বেগম (৩৫) কে উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া নিজ এলাকা থেকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সেই উখিয়ার রাজাপালং ইউনিয়নের মোহাম্মদ আলমগীরের স্ত্রী।
২৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করা হয়।
তাকে আটকের সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান।
তিনি বলেন, ‘ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে একটি সুত্র নিশ্চিত করেছে বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, আটক রাশেদার উখিয়া থানার মামলা নং ৩৪ দন্ডবিধি ৩৬৫/৩৮৬/৩৪ এবং ওই মহিলার হাজতি নং ৫৭১/২৩(উখিয়া)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-