ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন আজ। সরকারি ছুটির দিন থাকলেও কর্মস্থলে অফিসের কাজে ব্যস্ত সময় পার করতে দেখা যায় উখিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়” হামুন” মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে একটি প্রস্তুতি সভারও আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
ঘুর্ণিঝড় মোকাবেলায় ক্ষয়ক্ষতি হ্রাসে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন,” ঘূর্ণিঝড়ের অবস্থান বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা জনসাধারণের মাঝে প্রচার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হবে। উপজেলার প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশে প্রদান করা হয়েছে। সকল আশ্রয়কেন্দ্র খুলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
তাছাড়া উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নে দুটি এ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের টিম সংকেত বৃদ্ধির সাথে সাথে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পর্যাপ্ত মজুদ রয়েছে। যেকোনো পরিস্থিতিতে সমস্যা সমাধানে তাৎক্ষণিক যাওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তী সময়ের প্রস্তুতি বিষয়ে ইউএনও জানান,” বিগত দুটি ঘূর্ণিঝড় মোকাবেলায় উখিয়া উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত ছিলো। এবারও জরুরী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাত পরবর্তী সময়ের প্রস্তুতি হিসেবে আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। যদি আঘাত হানে তখন আশ্রয় নেওয়াদের শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণে জনপ্রতিনিধি সহ বেসরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। কেউ আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক চিকিৎসা সহ সবকিছু উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টিমের মাধ্যমে করা হবে। তাছাড়া জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য দুয়েকটা এনজিও সংস্থা এ সেবা দিতে রাজি হয়েছে। সুতরাং, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তরিকতায় ইনশা আল্লাহ তেমন বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন উখিয়ার জনসাধারণ হবেনা বলে আশা করছি।”
সরকারি ছুটির দিনেও কর্মস্থলে ব্যস্ত সময় পার করে পরবর্তীতে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি বিষয়ক সভায় অংশ নিতে দেখা যায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) কামরুন্নেছা বেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, পল্লী বিদ্যুৎ উখিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ইব্রাহীম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দদের।
সভায় উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার সহ এনজিও, আইএনজিও’র কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-