কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ রোকেয়া (২৮) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকেয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আয়াসের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকায় চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ রোহিঙ্গা নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৬শ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-