আদালতের নির্দেশে

উখিয়ায় দুটি দালান গুড়িয়ে দিলো বনবিভাগ!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


আদালতের নির্দেশে উখিয়ার দুটি দালান গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। রবিবার(২২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ২০২১ সালে অবৈধভাবে বনবিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে উখিয়া শীলেরছড়ার পাশ্ববর্তী মো.মামুন নামের এক ব্যক্তি। তৎকালীন উখিয়া সদর বিট কর্মকর্তা বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং ৪০/২০২১ইং।

বিষয়টি নিয়ে দুইবছর পর আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

অন্যদিকে, উখিয়া সদর বিটের মুহুরীপাড়া এলাকায় বনভূমি দখল করে অবৈধভাবে দালান নির্মাণ করা মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার আদালতের মামলা নং-৪০/২০২১ইং।

পরে বিজ্ঞ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনবিভাগ। টানা তিন ঘন্টার অভিযানে ইট কংক্রিটের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পরে ছাঁদের অংশ বুলডোজার দ্বারা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান অভিযানের নেতৃত্ব দেওয়া উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

তিনি বলেন,” বিজ্ঞ আদালতের নির্দেশে রবিবার দুপুরে উখিয়া সদর বিটের মুহুরীপাড়া ও পাশ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে দুটি দালান গুড়িয়ে দেওয়া হয়। মুহুরীপাড়া এলাকার দালানের ছাঁদের অংশ পরবর্তীতে বুলডোজার দ্বারা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। সেখানে লাল পতাকা টাঙ্গিয়ে বনভূমি দখলমুক্ত করা হয়।”

আরও খবর