ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়ায় সুশৃঙ্খল স্মার্ট যুবলীগ গঠন করা হবে। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্মার্ট যুবলীগের কমিটি গঠন করে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন নবগঠিত উপজেলা যুবলীগের সভাপতি- সম্পাদক সহ নেতৃবৃন্দরা।
শনিবার(২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা উখিয়া পৌঁছালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
পরে উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও ফুলেল শুভেচছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
মরিচ্যা সেতু থেকে আব্দুর রহমান বদি পথিমধ্যে সবাইকে গাড়িবহরের শোডাউনের মাধ্যমে সালাম ও শুভেচ্ছা জানান।
বদির গাড়িবহরের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা নবগঠিত উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি গাজী মোহাম্মদ শাহজাহান, সহ সভাপতি মকছুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা কে ফুল দিয়ে বরণ করে নেন।
মরিচ্যাবাজার, কোর্ট বাজার ও উখিয়া সদর স্টেশন প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে সুশৃঙ্খল যুবলীগ গঠন করে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার৷ প্রতিজ্ঞা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-