উখিয়া-টেকনাফের পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

প্রতিবারের ন্যায় এবারও উখিয়া-টেকনাফে সনাতন ধর্মালম্বীদের মাঝে ছড়িয়ে পড়েছে দুর্গোৎসবের আনন্দ। নিরাপত্তা নিশ্চিতসহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে এ উৎসবটি।

পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সহ সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) রাসেল।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) তিনি উখিয়া ও টেকনাফের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় সিসিটিভি স্থাপন সহ দুর্গোৎসব উৎসবের সাথে শেষ করতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন সনাতন ধর্মালম্বীদের।যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে পুলিশের পাশাপাশি স্ব স্ব মন্দিরের স্বেচ্ছাসেবকদেরও নজরদারি বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।

আরও খবর