চকরিয়ায় সাজাপ্রাপ্ত সহ ৪ আসামী গ্রেফতার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের চকরিয়ায় এবার বিশেষ অভিযান পরিচালনা করে বন মামলায় সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে আটক করেছে হারবাং পুলিশ ফাঁড়ির আভিযানিক দল।

১৫ অক্টোবর (রোববার) গভীর রাতে উপজেলার বরইতলী, কাকরা, হারবাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বন ৪৪/২০ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী চকরিয়ার মাইজ কারকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ওসমান (৪৫), জিআর ৮৪/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী করম মুহুরীপাড়া এলাকার খুইল্যা মিয়ার ছেলে নুরুল আলম (৪০), সিআর- ১৬৫৫/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নোনাছড়ি এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে মাহবুব আলম (৪৮) এবং সিআর-১৭২৪/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হাফালিয়া কাটার মৃত আবুল হোসেনের ছেলে রেজাউল করিম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ি এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই শামীম আল মামুন, এএসআই রাজীব ধর, এএসআই শাহাদাত হোসেন, এএসআই সোলেমান খাঁন ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, রোববার গভীররাতে গোপন সংবাদ পেয়ে বনমামলায় সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর