রোহিঙ্গা যুবকের কাছে মিললো ৯ হাজার ৬শ ইয়াবা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

১৫ অক্টোবর (রোববার) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, আটক রোহিঙ্গাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শনিবার (১৪ অক্টোবর) রাতে উখিয়ার লম্বাশিয়া-২ইস্ট রোহিঙ্গা ক্যাম্পর এ-৭ব্লকের সামনে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন—উখিয়ার ২০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমান উল্লাহর ছেলে আজিম উল্লাহ (২২)।

আটক ব্যক্তিকে দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর