আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডের প্রধান সমন্বয়কারী ও হত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার কক্সবাজারের কুতুপালং এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দিনকে কক্সবাজার কুতুপালং এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১ ইষ্ট ব্লক ডি -৭এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে পুলিশি সহায়তায় দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-