কক্সবাজারে ডাকাত চক্রের ১৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :


কক্সবাজারে ডাকাত চক্রের ১৩ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র জব্দ করেছে র‌্যাব। রোববার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন—সদর উপজেলার খুরুশকুল কুলিয়াপাড়ার মৃত কালা মিয়ার ছেলে শের আলী (৫২), একই এলাকার আব্দুল শুক্কুরের ছেলে শামসুল আলম (৪২), খুরুশকুলের পূর্ব হামদার ডেল এলাকার রিপন দের ছেলে জুয়েল দে (২১), কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার পিটি স্কুল এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. নেজাম (৩২), মাছ বাজার এলাকার মং ডেলের ছেলে চলা রাখাইন (২১), সৈকতপাড়ার মৃত নজরুল ইসলাম সিকদারের ছেলে মো. খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), সমিতি পাড়ার সোনা মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল (২১), দক্ষিণ আদর্শ গ্রামের শফি আলমের ছেলে মো. শাহজাহান (২১), ফুলবাগ সড়ক এলাকার রমিজ আহাম্মদের ছেলে ওয়াহিদ (২১), মোহাজেরপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রহিম উল্লাহ (২৯), চরপাড়ার মো. সিরাজের ছেলে মো. রুবেল (২১), মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকার রহমতুল্লাহর ছেলে আশিক উল্লাহ (২০) ও পাবনা জেলার নতুন বারেন্দার আকবাগসোগা এলাকার মো. আনিছুর রহমানের ছেলে মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২)।

আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীদেরকে গ্রেফতারে র্যাব-১৫ অনুসন্ধানে নামে। রোববার ভোরে কক্সবাজারের খুরুস্কুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার রুল্লাখালের ব্রিজের রাস্তার পার্শ্বে ফয়জুল্লা মেম্বারের প্রজেক্টে একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায়। এসময় র্যাবের একটি দল অভিযানে গেলে ডাকাত চক্রটি র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ১৩ জনকে আটক করে। এছাড়াও চক্রের অজ্ঞাতনামা ৩-৪ জন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আটকদের হেফাজত থেকে দুটি রামদা, দুটি কিরিচ, দুটি ছুরি, দুটি কাটার, ছয়টি স্মার্ট ও ছয়টি বাটন ফোন এবং নগদ ছয় হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে অপরাধমূলক নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। চক্রটি একত্রে সমবেত হয়ে পরস্পর দেশীয় অস্ত্রশস্ত্রসহ উক্ত স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এছাড়াও এর আগে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাই এর মতো নানাবিধ অপরাধ সংঘটিত করে আসছিল বলে জানা যায়। আটক চক্রটির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে ১৩টির অধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছে বলে জানানো হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলেন, উদ্ধার আলামতসহ আটক ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর