রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আটক ১

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এ অভিযানের কারণে অনেক অপরাধী গা ঢাকা দিয়েছেন বলে সাধারণ রোহিঙ্গা জানিয়েছেন। তবে চলিত মাসে দুটি জোড়া খুন হয়।

সাধারণ রোহিঙ্গারা বলেছেন,রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরের প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা কম।

স্থানীয়রা বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে নানান ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এতে ব্যবহার হচ্ছে দেশী-বিদেশী অস্ত্র। দ্রুত এসব অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। সম্প্রতি উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিস্থিতি ভালো রাখতে ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার বিকালে উখিয়ার চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।

তবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি এপিবিএন। এ অভিযানে নেতৃত্ব দেন অ্যাডিশনাল ডিআইজিএস এম ফজলুল করিম।

জানা যায়, উখিয়ার চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে এ অভিযান চালানো হয়। আমর্ড ব্যাটালিয়ান পুলিশ ১২০ জন, জেলা পুলিশের ১০ জন, আনসার সদস্য ১৩ জন ও র্য্যাব সদস্য ১০ জন অভিযানে অংশ নেন। ১৪ অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোঃ ইকবাল সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের ধরতে এ যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।’

আরও খবর