গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোস্ট গার্ড সদস্যরা পৃথক ২টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিদেশী মদ, আইস, ও ইয়াবার চালান উদ্ধার করেছে। এসময় মাদক কারবারে জড়িত ২ জনকে আটক করতেও সক্ষম হয়।
১০ অক্টোবর( মঙ্গলবার) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে কোস্ট গার্ড জানতে পারে মাদকের বড় একটি চালান মায়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টার ঘটিকার দিকে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১ টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১ কেজি (১০০০ গ্রাম) ক্রিস্টাল মেথ (আইস), ৩৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, একই দিন সকাল সাড়ে ১১ টার দিকে অপর একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ শাখায় কর্মরত কোস্ট গার্ড সদস্যরা টেকনাফ বাস টার্মিনাল হতে ছেড়ে আসা পায়রা সার্ভিস এর একটি লোকাল বাস তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত বাসের ড্রাইভার মোঃ জসীম (৩০) এবং হেল্পার খালেদ মোর্শেদ (২০) এর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের টুল বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫,৬০০ পিস ইয়াবা উদ্ধার করে। জড়িত থাকার অপরাধে ড্রাইভার এবং হেল্পারকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ইয়াবা ও মাদক বহনে ব্যবহার হওয়া বাস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-