বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) গভীররাতে উপজেলার কাকরা পাহাড়তলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুই সাজাপ্রাপ্ত আসামি হলেন, চকরিয়ার কারকা মাঝের পাড়া এলাকার মুছা মিয়ার পুত্র আরিফুল ইসলাম (২০)। তার বিরুদ্ধে বন-৭৮/০৮ মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত।
অপরজন হলেন, পাহাড়তলি এলাকার আলতাজ মিয়ার পুত্র মো. মো. শামসু মিয়া (৫০)। তার বিরুদ্ধে বন-৫৪/১৮ মামলার ৬ মাসের সাজা প্রদান করে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, বন মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তারা দীর্ঘদিন পলাতক ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই শামীম আল মামুন, এএসআই জসিম উদ্দিন, এএসআই সোলেমান খাঁন ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, সোমবার গোপন সংবাদ পেয়ে গভীররাতে বনমামলা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-