উখিয়ার কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি বাবুল মেম্বারের আটকের সংবাদে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সীমান্তে চোরাকারবারের অন্যতম হোতা এবং অস্ত্র ব্যবসায়ী পালংখালী ইউনিয়নের ৯ ওয়ার্ডের মেম্বার জাফরুল ইসলাম বাবুল র‍্যাবের হাতে আটকের খবরে সচেতন এলাকাবাসী আজ এলাকায় মিষ্টি বিতরন করেছে। একই সাথে বাবুলের উপযুক্ত শাস্তি ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফের কাটাখালী এলাকায় র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে বিপুল পরিমানে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করা হয়।

মিষ্টি বিতরণকালে তারা কুখ্যাত বাবুল মেম্বারের অপকর্মের নানা কাহিনী তুলে ধরে তার অধিকতর শাস্তির দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, বাবুল মেম্বার তার অবৈধ কারবারের টাকায় এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, বাবুল মেম্বার নানা অপকর্মের সাথে জড়িত ছিলো কিন্তু সে এতো অপকর্ম করেও প্রতিবারই কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যায়। এবার তার গ্রেফতারে আমরা র‍্যাব-১৫ কে ধন্যবাদ জানাই।

এক কৃষক জানান, সে আমাদের এলাকার মেম্বার হওয়ায় তার ভয়ে আমরা এলাকায় মুখ খুলতে পারি না। র‍্যাব তাকে আটক করায় আমরা আজকে মিষ্টি বিতরণ করলাম।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ল’ এন্ড মিডিয়া আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কাটাখালী এলাকার থেকে বিপুল পরিমানে মাদক ও অস্ত্রসহ তাকে আটক করা হয়।

উল্লেখ্য, জাফরুল ইসলাম বাবুল মেম্বার হচ্ছেন রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের অপরাধ কর্মকান্ডের আশ্রয় প্রশ্রয়দাতা। খুন, ধর্ষণ, লুটপাট, ইয়াবা পাচারসহ অস্ত্র আইনে তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের মালামাল বাংলাদেশ তথা নাফ নদীর এপারে গ্রহণ করে নিদিষ্ট গন্তব্যে পৌঁছে দিতেন তিনি এবং এছাড়াও তার চিংড়ি ব্যবসার আড়ালে চলতো অস্ত্র, মাদক ও সোনা চোরাচালান।

আরও খবর