জমকালো আয়োজনে টেকনাফে বিল্ডিং কনসালটেন্সির শাখা উদ্বোধন!

নিজস্ব প্রতিবেদক •

 

উখিয়ার কোটবাজারের পর এবার টেকনাফে বিল্ডিং কনসালটেন্সির অফিস উদ্বোধন করা হয়েছে।

বিল্ডিং কনসালটেন্সির চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ফিতা কেটে ২২ সেপ্টেম্বর বিকেলে টেকনাফের অলীয়াবাদ শাপলা চত্বরের ভূমি অফিস সংলগ্ন নাফ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এই অফিসের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্টানে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বি নির্মানে প্রত্যেক ইমারত,ভবন নির্মানে স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের অধীনে বিল্ডিং কোর্ড এ্যক্ট ১৯৫২ ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড ১৯৯৩ সহ অনান্য সরকারী নির্দেশনা অনুযায়ী ভবণ ও ইমারত নির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

এসময় সাইফুল ইসলাম জানান, এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে কক্সবাজারে বিভিন্ন স্থানে নির্মানাধীন কাজের জন্য থ্রিডি ডিজাইন, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, বিল্ডিং প্লানডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, স্টাকচারাল ডিজাইন কনস্ট্রাকশান, সাইট সুপারভিশন প্রজেক্ট, মেনেজমেন্ট ইন্টোরিয়র ডিজাইন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ছাড়পত্র ও প্লান পাশ, কনস্ট্রাকশন, এডমিক্সার,বিল্ডিং মেটেরিয়াল সেবাসহ আরও বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন।

বর্তমানে নতুনত্বকে ধারণ করে অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ারদের পরামর্শে মানুষের সেবায় নিয়োজিত রাখার প্রত্যাশা করেন।

 

তিনি আরও বলেন, এছাড়া এখানে সকল প্রকার ভবণ ও ইমারত নির্মানের নিয়মিত পরামর্শ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অলিয়াবাদ জামে মসজিদের খতিব ইনানী হুজুর নুর হোসেন।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রতিষ্ঠানের ঠিকাদার, মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও খবর