উখিয়ায় বিদেশি মদসহ যুবক আটক

কক্সবাজার জার্নাল প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশি মদ সহ এক যুবককে আটক করেছে শাহপুরী হাইওয়ে পুলিশের আভিযানিক দল। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১টার দিকে উপজেলার কাস্টমস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবক, টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রফিক (২০)।

শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. আল মামুন সঙ্গীয় ফোর্স সহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে জরুরী মোবাইল-১ ডিউটিকালে একজন ইজিবাইক চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ইজিবাইক সহ যুবককে আটক করা হয়। পরবর্তীতে ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবক ও উদ্ধারকৃত মদের বোতল ও গাড়িটির যথাযথ মামলার কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর