সাঈদ মুহাম্মদ আনোয়ার •
উখিয়ায় মুক্তি কক্সবাজার এর উদ্যোগে রাজাপালং ও পালংখালী ইউনিয়নের স্থানীয় ৩ শত উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৬ শত ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ সেপ্টেম্বর) UNHCR এর আর্থিক সহায়তায় Improving Peaceful Co-existence and Self-Reliance Opportunities for Refugees and Host Community (IPCoSO) Project এর আওতায় জামতলী গ্রামের প্রকল্প সংশ্লিষ্ট ৩৫ জন উপকার ভোগীদের মধ্যে ৭০টি ছাগল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ চন্দ্র রায়,উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।
বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এর প্রকল্প সমন্বয়কারী ওসমান গনির সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা লিজার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, যত্ন সহকারে দু’টি ছাগল পালন করলে একদিন এই ছাগল ১০টি হবে। আপনাদের অভাব চলে যাবে এবং আপনাদের জীবন মান উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, এলাকার নারীদের স্বাবলম্ভী করতে এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার এনজিওর মাধ্যমে ছাগলসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিনামূল্যে প্রদান করে আসছে এবং আগামীতেও আসবে।
উপকারভোগী সদস্য রাজাপালং ইউনিয়নের জামতলী এলাকার বাসিন্ধা সাবিনা ইয়াসমিন এবং রোকেয়া বেগম জানান, ইউএনএইচসিআর এবং মুক্তি কক্সবাজার এর মাধ্যমে আজকে ছাগল পেয়েছি। এর আগে পশুপালনের উপর অনেক ট্রেনিংও প্রদান করেছে। আমাদের পশুপালনের মাধ্যমে আয়ের পথ খুলে দেয়ার জন্য ইউএনএইচসিআর এবং মুক্তি কক্সবাজারকে অনেক ধন্যবাদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-