সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই: জার্নাল পরিবারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি •

কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই।

তিনি ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বকোণসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেন।

তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রথম সভাপতি। ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি ।মৃত্যকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন।

  • * শোক প্রকাশ *

তাঁর মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জার্নালের উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভুলু, মফস্বল সম্পাদক এমএস রানা, বার্তা সম্পাদক ইমরান আল মাহমুদ, মাল্টিমিডিয়া সম্পাদক তাওহীদুল ইসলাম রাপী এবং জেলা-উপজেলার প্রতিনিধিগণ।

আরও খবর