উখিয়ায় বিক্রেতা ছাড়া চলছে “সততা স্টোর”র বেচাকেনা!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


ক্রেতা আছে বিক্রেতা নেই, তবুও চলছে বেচাকেনার কার্যক্রম। বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকালে এ দৃশ্য দেখা মিলে উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে। সরেজমিনে দেখা যায়,বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সাজিয়ে রাখা হয়েছে একটি দোকানে। যেখানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা খাতা-কলম পেন্সিল সহ যাবতীয় শিক্ষা উপকরণ প্রয়োজন মোতাবেক ক্রয় করে নিজেরা সে পরিমাণ হিসেব করে টাকা রেখে যাচ্ছেন নিজ দায়িত্বে। সততা ও বিশ্বস্ততার এ দৃশ্য দেখে দোকানের নাম দেওয়া হয়েছে” সততা স্টোর।”

সততা স্টোরের উদ্বোধন করেন জালিয়াপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষনুরাগী সদস্য শামসুল আলম সোহাগ। এসময় প্রধান শিক্ষক অসিত কুমার পাল,অভিভাবক সদস্য নুরুল আলম, বুলু,দাতা সদস্য মুহিব উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন,” সততা স্টোরে আমরা নিজেরা খাতা কলম পেন্সিল নিয়ে সমপরিমাণ টাকা সেখানে রেখে আসি। হঠাৎ শিক্ষা উপকরণের প্রয়োজন হলে আর বাইরে যাওয়ার প্রয়োজন হবেনা। বিদ্যালয়ের বাউন্ডারিতেই সহজে শিক্ষা উপকরণ পাওয়া যাচ্ছে। ফলে আমরা শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।”

বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য শামসুল আলম সোহাগ বলেন,” শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের জন্য ক্লাসের সময় নষ্ট করে বাইরে যেতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর পরিচালনা কমিটির সাথে পরামর্শ করে সততা স্টোর খোলার ব্যবস্থা করা হয়। ফলে সততা ও বিশ্বস্ততার ইতিবাচক দিকগুলো শিক্ষার্থীদের আগামীতে আরও কাজে আসবে বলে মনে করি।”

আরও খবর