কক্সবাজারের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ ইউনুছ

সংবাদ বিজ্ঞপ্তি •

“জাতীয় শিক্ষা পদক ২০২৩” এ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কক্সবাজার জেলা থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটেগরিতে জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ।

তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ক্লাস্টারের অন্তর্গত “পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর একজন সহকারী শিক্ষক। তিনি প্রথমে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। এরপর জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ অংশগ্রহণ করে কক্সবাজার জেলা পর্যায়ে ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ ইউনুছ কক্সবাজার সরকারী কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার, পালংখালী ইউনিয়নের, থাইংখালী গ্রামের মো. হাবিবুর রহমান মোস্তফা বেগম দম্পতির সন্তান।

তিনি জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া কক্সবাজার জেলার জেলা প্রসাশক মুহাম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী, সহকারী জেলা শিক্ষা অফিসার সাজ্জাদ মোহাম্মদ সহ পাশে থেকে যারা দিকনির্দেশনা ও সহযোগিতা করেছে তাদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার নিজ বিদ্যালয় ও নিজ উপজেলার সহকর্মীদের প্রতি।

মোহাম্মদ ইউনুছ তার নিজ উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর অশোক কুমার আচার্য্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ ও শাহাদত হোসাইন আখন্দ প্রমুখদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে দোয়া প্রার্থনা করেছে সকলের কাছে: যাতে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরো বেশি নিবেদিত হতে পারেন!

আরও খবর