গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে র্যাব-১৫ সদস্যরা মাদক বিরোধী একটি আভিযান পরিচালনা করে মাদক পাচারে জড়িত উদীয়মান দুই যুবককে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
ধৃত দুই যুকব হচ্ছে-টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড দক্ষিন জালিয়াপাড়া এলাকার ইউনুছ’র পুত্র সাইফুল ইসলাম(১৯), ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার শামশুল আলমের পুত্র রিয়াজ উদ্দিন (১৭)।
উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন,কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি প্রেস বার্তার মাধ্যমে জানিয়েছেন গোপন সংবাদের মাধ্যমে র্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যং ফাঁড়িতে কর্মরত সদস্যরা জানতে পারে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকায় মাদক পাচারে জড়িত মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান নিয়েছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ধৃত দুই মাদক কারবারী জিজ্ঞাসাবাদে জানিয়েছে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে গেছে।
আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য জব্দকৃত ইয়াবার চালানসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-