রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে ৬ বছরে ৯০০ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর সন্ত্রাসীদের কাছ থেকে ৬ বছরে ৯০০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ৩৩২ জনকে।

সম্প্রতি এ তথ্য জানিয়েছেন, ১৪ এপিবিএন (পুলিশ) পুলিশ সুপার সাইফুজ্জামান।

তিনি জানান, ছয় বছরে ক্যাম্পে অভিযানে ৪০০টি আগ্নেয়াস্ত্র এবং ৫০০ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯ লাখের বেশি ইয়াবা ও ৪০ কেজি আইসসহ এক হাজার ৬৯৭ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ৩৬৪ রোহিঙ্গা অপহরণের ঘটনায় ৭৪টি মামলায় ৯৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর