বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন চৌকস সদস্য মঞ্জু। বর্তমানে টেকনাফ থানায় কর্মরত। আজ সেই এসআই মঞ্জু সাহেবের বিবাহ বার্ষিকী।
৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টার দিকে টেকনাফ থানা সংলগ্ন বাজারে মুরগী ক্রয় করা অবস্থায় তার সাথে দেখা হয় কক্সবাজার জার্নালের নির্বাহী সম্পাদক সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু’র সাথে।
তিনি মঞ্জু সাহেবকে প্রশ্ন করলেন ভাই এত সকালে বাজার করতেছেন বাসায় কি মেহমান আসছে?
উত্তরে তিনি বলেছেন ভাই আজ আমার “বিবাহ বার্ষিকী” আপনার ভাবীকে বাজার গুলো দিয়ে এখন চলে যেতে হবে গহীণ পাহাড়ে।
অপহৃত বনকর্মী ও এলাকাবাসীকে সাথে তিন বন প্রহরীকে উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করবো। দোয়া করবেন যাতে অভিযানে সফলতা লাভ করতে পারি।
অবশেষে তিনি স্থানীয় জনতা, বনকর্মীদের সহযোগীতায় দীর্ঘ ৮ ঘন্টা শ্বাস-রুদ্রকর অভিযান পরিচালনা করে তিন দিন আগে অপহরণ হওয়া তিন বন কর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
সেই খুশিতে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের আবেগের সুরে জানিয়েছেন বউয়ের সাথে বিবাহ বার্ষিকীটা হয়তো সুন্দর ভাবে পালন করতে পারিনি। তবে অপহৃত তিন বন প্রহরীকে উদ্ধার করে তাদের বাবা/মা/স্ত্রী/ ভাই/বোন/সন্তানদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
********
এক কথায় তিনি অবশ্যই প্রশংসার দাবীদার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-