আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল : •
উখিয়ার কুতুপালং, থাইংখালী, পালংখালী এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন চোরাই পথে প্রতিদিন বের হয় নানা কৌশল অবলম্বন করে । এরা বেরিয়ে উপজেলার গ্রামীণ জনপদ সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
জড়িয়ে পড়ছে চুরি, চিন্তাই,মাদক ব্যবসা খুন খারাবি, অস্ত্র ব্যবসা সহ নানা অপরাধের সাথে।শত চেষ্টা করেও ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন, উখিয়া থানা পুলিশ বিজিবি সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের অবৈধ চলাচল ও বেরিয়ে পড়া থামাতে পারছে না।
অবশেষে উখিয়ায় উপজেলা প্রশাসন ও উখিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। আটকের পর ক্যাম্প ইনচার্জের মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায়।
বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, উখিয়া হাইওয়ে রোডে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৮ জন রোহিঙ্গা আটক করা হয়।
একইদিন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের যৌথ অভিযানে ৩২ জন রোহিঙ্গা আটক করা হয়।
রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অপ্রয়োজনীয় অবৈধভাবে উখিয়া বাজারের আসা এবং সিএনজি চালক, অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালক সহ ৫০ জন রোহিঙ্গাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পের সিআইসির কাছে স্থানান্তর করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বলেন, উখিয়া সদর স্টেশনে, মুদির দোকান,মুরগির বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন রোহিঙ্গা আটক করা হয়। এসময় মেয়াদৌত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় করায় ১টি দোকানকে দুই হাজার টাকা জরিমানা এবং ক্যাম্প থেকে অবৈধভাবে এসে হোটেল রেস্টুরেন্টে কর্মরত ১৮জন রোহিঙ্গা শ্রমিক আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ৩২জন রোহিঙ্গাকে আটক করা হয়। এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ স্যার উখিয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন রোহিঙ্গা আটক করা হয়। এবং আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহনের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির কাছে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-