কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় নিজ বাসা থেকে তন্নী চৌধুরী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তন্নী চৌধুরী ওই এলাকার নেপাল চৌধুরীর মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়দের থেকে জানা যায়, তন্নী বাসায় একা ছিলেন। বাড়ির কাজে তার মা সুভা চৌধুরী বাইরে ছিলেন। বিকেলে সুভা একাধিকবার ফোন করেও তন্নির কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও খবর