চট্টগ্রাম •
চট্টগ্রামের বাঁশখালীতে ১১ হাজার ইয়াবাসহ ছয় রোহিঙ্গা যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহম্মদের ছেলে শফিউল্লাহ, দিলদার হোসেনের ছেলে রুবেল, নুরুল ইসলামের ছেলে ছৈয়দুল ইসলাম, হাবিবুল্লাহর ছেলে মো. ইয়াকুব, মোহাম্মদ আলমের মেয়ে সামিরা আক্তার এবং আতাউর রহমানের ছেলে আরমান সরকার জয়।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ ছয় রোহিঙ্গা যুবক-যুবতীকে গ্রেফতার করা হয়। উখিয়া থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশে অটোরিকশায় ইয়াবাগুলো নিয়ে আসছিলেন তারা। এ ঘটনায় মামলার পর তাদের আদালতে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-