কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
সারাদেশের ন্যায় উখিয়ায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
রবিবার (২৭ আগষ্ট) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ৪টি কেন্দ্রে পরিক্ষা নেওয়া হয়েছে। আর এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬ জন শিক্ষার্থী। তৎমধ্যে রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসায় ২ জন, উখিয়া কলেজে ১ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজে ২ জন এবং নুরুল ইসলাম বিএম টেকনিক্যাল কলেজে ১ জন।
জানা যায়, উখিয়ার ৪টি পরিক্ষা কেন্দ্রের মধ্যে রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসায় ৩০৬ জন, উখিয়া কলেজে ৫৩৯ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজে ৬৩২ জন এবং নুরুল ইসলাম বিএম টেকনিক্যাল কলেজে সকালের শিফটে ৯১ এবং বিকেলে শিফটে ১৭৩জন সহ মোট ১৭৪১ জন এইচএসসি শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম ফিল-আপ করেছিল। এর মধ্যে প্রথম পরিক্ষায় ৬ জন শিক্ষার্থী অনুপস্থিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম বলেন, অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃংখলা বজায় রাখতে পরিক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-