আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের রামুতে তল্লাশি চালিয়ে ৬০ লাখ টাকা মূল্য মানের ২০ হাজার পিস ইয়াবাসহ মো. একরাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৩০বিজিবি।
সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মোঃ শফির পুত্র।
শনিবার (২৬আগস্ট) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি করে এসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
একই দিন দুপুরে ৩০বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারগামী একটি ইজিবাইক করে ইয়াবা পাচার করা হচ্ছে এমন সংবাদে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এসময় সন্দেহজনক গ্রেফতারকৃত আসামি একরামকে প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদ করা হলে সে অস্বীকার করেন। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০লাখ টাকা। এসময় তার কাছে থাকা ব্যবহ্নত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী একরামকে ইয়াবাও মালামালসহ সংশ্লিষ্ট ধরায় মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে খবর নিয়ে জানা যায়, ইয়াবাসহ আটক মো. একরাম উখিয়া দারোগা বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার আড়ালে ইয়াবা কারবার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে টাকার বিনিময়ে আইডি কার্ড করার অভিযোগ রয়েছে। সচেতন মহলের দাবী, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার নাগরিকত্বের বিষয়টি জোর দিয়ে দেখার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-