রামু প্রতিনিধি •
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি থেকে পাঁচটি অবৈধ করাত কল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় আর্থিক জরিমানাসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব করাত কলগুলো উচ্ছেদ করেন।
ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, অভিযানে অবৈধ করাতকল পরিচালনাকারী মো. আবুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপর চারটি করাতকল মালিকরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এসময় বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। সেগুলো বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বনবিভাগের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানে বনবিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-