উখিয়ায় সরকারি খাসজমি দখল করে অবৈধ স্থাপনা: গুড়িয়ে দিলো প্রশাসন

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


উখিয়ায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করে আসছে বেলাল নামের এক ব্যক্তি।

খবর পেয়ে টিন্ডটি এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ। এসময় আনুমানিক ১৫ শতক জমি দখলমুক্ত করা হয় এবং স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

সোমবার(২১ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জানায়,” উখিয়া টিএন্ডটি এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখলের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণ করা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় আনুমানিক ১৫ শতক জমি দখলমুক্ত করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, জমিটি অবৈধভাবে স্থানীয় বেলাল নামের এক ব্যক্তি দখল করে আসছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও খবর