ইঞ্জিনের সাথে অভিনব কায়দায় লুকানো ২২ হাজার ইয়াবা উদ্ধার: উখিয়ার যুবক গ্রেফতার!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা।

শনিবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির আভিযানিক দল ডগ দ্বারা নিয়মিত তল্লাশিকালে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি তল্লাশি করে ইঞ্জিনের সাথে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার ইয়াবা উদ্ধার করে একটি মোবাইল হ্যান্ডসেট ও সিএনজিটি জব্দ করে এক যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক উখিয়ার বালুখালী জুমের ছড়া এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র মো. সৈকত ইসলাম।

৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি এবং মোবাইলসহ আটককৃত যুবককে রামু থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরও খবর