জাতীয় শোক দিবসে ৩০ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক •

রামুতে বিজিবির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর ব্যব¯’াপনায় কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, যোহর নামাজের পর ব্যাটালিয়নের মসজিদে বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা সভা এবং প্রদেয় ভাষণ ও আত্মজীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও রামু এলাকায় গরীব ও দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে রামু সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হোসাইন কবির, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদসহ সকল অফিসার, জুনিয়র অফিসার ও পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও খবর