নিজস্ব প্রতিবেদক •
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) উখিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে হোপ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার ও ফিল্ড হসপিটালের ইনচার্জ মোঃ শওকত আলী ও অন্যান্য কর্মকর্তারা আশেপাশের দুস্থ, অসহায় ও গরিবদের মধ্যে ২৩০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন এবং একই সঙ্গে ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিনিয়র সদস্য জসিম উদ্দিন চৌধুরী, নুর মুহাম্মদ সিকদার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর ও ক্রীড়া সম্পাদক শফিউল শাহীন, কার্যনির্বাহী সদস্য এম ফেরদৌস ওয়াহিদ, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, সদস্য ইব্রাহীম মোস্তাফা প্রমুখ।
প্রসঙ্গত; কক্সবাজারের কৃতি সন্তান ডাক্তার ইফতিখার মাহমুদ ১৯৯৯ সালে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি অসহায় দরিদ্র মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-