কক্সবাজারে র‍্যাব পরিচয়ে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারে এক পর্যটক তরুণীকে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে র‌্যাব ১৫ তাদের আটক করে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌধুরী পাড়ার ইউসুফ আলীর ছেলে জাহিদ হাসান (২৮) ও চক নাধড়ার আব্দুল লতিফের ছেলে সানোয়ার হাসান সনি (৩০)। রোববার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, কক্সবাজারের বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র কিছুদিন ভুয়া র‌্যাব পরিচয়ে ছিনতাই ও ধর্ষণসহ নানা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি লিখিত ও মৌখিক অভিযোগ করলে জড়িতদের গ্রেফতারে নিবিড় অনুসন্ধান শুরু করে র‌্যাব-১৫।

একপর্যায়ে জানা যায়, ওই চক্রের দুই সদস্য কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকার রাজা গেস্ট হাউজে অবস্থান করে তাদের অপকর্ম চালাচ্ছেন। অপরাধীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শনিবার রাত ৩টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা ফজল করিম (২৮) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সুগন্ধা বিচ হতে সিএনজি অটোতে বাসায় ফিরছিলেন।

এসময় বাস টার্মিনালের অদূরে যানবাহন থেকে পৌর টোল আদায়কারী সিএনজিটি থামায়। এ সময় র‌্যাব সদস্য পরিচয় দেওয়া এ দুজন মোটরসাইকেলে সেখানে হাজির হয়ে ফজল করিমের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা, একটি আইফোন ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেন।

ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে তারা রাজা গেস্ট হাউজে ফিরে যান। সেখানে ভোর ৪টার দিকে ওই গেস্ট হাউজের অন্য একটি কক্ষে অবস্থানরত রাঙ্গামাটি জেলা থেকে আসা এক তরুণী পর্যটককে নিজেদের র‌্যাব পরিচয় দেন। ওই পর্যটকের পরিচয় ও অন্যান্য বিষয় জিজ্ঞাসাবাদের অজুহাতে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এসব অপকর্মে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তির পাশাপাশি ছিনতাই ঘটনার সঙ্গে পৌর টোল আদায়কারী জাহিদুল ইসলামও সম্পৃক্ত বলে জানিয়েছেন। তারা গ্রেফতার হয়েছেন জেনে জাহিদুল পালিয়েছেন। তাকে গ্রেফতারে র‌্যাব অভিযান চালাচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী নারী ধর্ষণ ও ছিনতাইয়ের একটি এজাহার দিয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

আরও খবর