বিশেষ প্রতিবেদক •
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়া,রামু,ঈদগাঁও, সাতকানিয়া ও চন্দনাইশে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের যান চলাচল বন্ধ রয়েছে।
তবে বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান।
বুধবার সকালে ২৫ হাজার ইয়াবা এবং অন্যান্য মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরীর পাচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, জব্দ করা ২৫ হাজার ইয়াবার মধ্যে ঢাকাগামী কক্সবাজারের একটি বাসেই পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।
বাসের যাত্রী সেজে কক্সবাজার থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদক নিয়ে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের ইয়াবা, আইস, গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদও উদ্ধার করা হয়।
বুধবার ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, যাত্রী সেজে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে এসব মাদক পাচার করে আসছেন চক্রটি।
গ্রেপ্তার চার সদস্য হলেন : কক্সবাজারের মো. দিলদার প্রকাশ নাইগ্যা (৪১), মো. তৈয়ব (২৮) ও মো. রফিক (৪০) এবং মুন্সিগঞ্জের মো. সোয়াইব সরকার (৪৮)।
পুলিশ জানায়, বাসযাত্রী সেজে ঢাকায় মাদক পাচারের সময় মুরাদপুর মোড়ে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে সোয়াইব ও দিলদার। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কলসী দীঘির মুখ এলাকা থেকে রফিক ও তৈয়বকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও ৪ গ্রাম আইস এবং মাদকবিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুরে একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মূলত তারা যাত্রী সেজে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। এদেরমধ্যে দুই জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৭৯ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-