গৃহ ও ভুমিহীন মুক্ত হতে যাচ্ছে উখিয়া

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল ডটকম •

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৯ আগস্ট।

এ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালেহ আহমদ।

ব্রিফিংয়ে তিনি বলেন,” চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদানের মধ্য দিয়ে আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের মাধ্যমে উখিয়া উপজেলা গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। তবে পরবর্তী বিশেষ কোনো তথ্য পেলে বা অনিয়মের অভিযোগে অভিযুক্ত হলে বন্দোবস্ত বাতিলের মাধ্যমে অন্যজনকে (পাওয়ার যোগ্যতাসম্পন্ন ব্যক্তি পেলে) যাচাই-বাছাইয়ের মাধ্যমে হস্তান্তর করা হবে। চতুর্থ পর্যায়ে হলদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়নের ১শ ৫৫ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।”

পরবর্তীতে কোনো ব্যক্তি বা পরিবার ভুমিহীন হিসেবে জমি ও ঘর চাইলে তখন কি ব্যবস্থা নেওয়া হবে সে প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত ইউএনও বলেন,” যদি এরকম কেউ গৃহহীন ও ভুমিহীন হিসেবে আবেদন করে তখন সেটি যাচাই-বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে। পরবর্তীতে সে যদি যোগ্য হয় তখন তাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো।”

জালিয়াপালং ইউনিয়নে ইউপি সদস্য কর্তৃক মুজিববর্ষের ঘর অন্যজনকে বিক্রির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,” মূলত ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ঐ বাড়িতে দীর্ঘদিন বসবাস না করার কারণে বর্তমানে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে ডেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঐ বাড়িতে থাকার ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আল মামুন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সদস্য নুর মোহাম্মদ সিকদার, শফিউল শাহীন, ফেরদৌস ওয়াহিদ,আব্দুল্লাহ আল আজিজ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি শরিফ আজাদ, ইমরান আল মাহমুদ, মুক্তিযোদ্ধা কামান্ডার বাবু পরিমল বড়ুয়াসহ সংকলিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর