সাগরের মরণগ্রাসী ছোঁবলে ক্ষত-বিক্ষত মেরিন ড্রাইভ সড়ক

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

সাগরের মরণগ্রাসী ঢেউয়ের তোড়ে ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে স্বপ্নের মেরিন ড্রাইভ সড়ক।

সরেজমিনে গিয়ে দেখা যায় দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করা স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কটির ছোট-বড় ১০টি স্পটে ভাঙনের তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশ এখনই মেরামত করা না হলে ব্যাপক ভাঙনে মেরিন ড্রাইভ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে টেকনাফ সাবরাং ইউনিয়নের পশ্চিম মুন্ডার ডেইল এলাকার প্রায় ৬০ মিটার সাগরের ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে।

এছাড়া গত দুই দিনে টেকনাফের বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকায় দশটি স্পটে মেরিন ড্রাইভে নতুন করে ভেঙে গেছে।
স্থানীয়রা বলছেন, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সড়ক রক্ষাকবজ জিও ব্যাগ দূর্বল হয়ে গেছে।

এ কারণে সাগরে সামান্য পানি বাড়লেও এ রুটে ভাঙন দেখা যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি।

মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন ধরেছে। তবে ভাঙন রোধে সেনাবাহিনী কাজ শুরু করছে। খুব কম সময়ে এই সমস্য সমাধান হবে।

এদিকে একই দিন বিকালে সড়কটির দেখবালের দায়িত্বে থাকা সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছে।

উল্লেখ্য, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের তীর ধরে হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন হয় ২০১৭ সালের ৬ মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে মেরিন ড্রাইভ সড়কটি নির্মান কাজ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছিলো ১৯৯১-৯২ সালে।

আরও খবর