কক্সবাজারে বাস যাত্রীর কাছে মিললো হিরোইন!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার সদরের ঝিলংজা চান্দেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মোহাম্মদ সেলিম নামের একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) সদস্যরা।

রবিবার(৩০ জুলাই) সকাল ৯টায় কক্সবাজার সরকারি কলেজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে রবিবার সকালে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস (যার নং: ঢাকা মেট্রো-ব-১৫-২০৮১) তল্লাশি করে ১ কেজি ৯শ ৫৫ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সেলিম চকরিয়া উপজেলার আনোয়ার হোসেনের ছেলে বলে জানান তিনি।

গ্রেফতার আসামীকে হেরোইনসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আরও খবর