আশুরার দিনে কারবালায় আগুনে নিহত ৪

অনলাইন ডেস্ক •

ইরাকের কারবালা শহরে পবিত্র আশুরার দিনে আগুন লেগে চারজন নিহত হয়েছে। শুক্রবার আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন।

দেশটির জরুরি সেবার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কারবালা শহরে মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের (রা.) সমাধির কাছে এই অগ্নিকাণ্ড ঘটে।

ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা একটি বিশ্রাগারের তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আরও খবর