রোববার থেকে কর্মবিরতি উখিয়া সদরে মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা

উখিয়ায় বকেয়া বেতনের দাবীতে টিকাদান কর্মীদের স্মারকলিপি

রতন কান্তি দে •

দীর্ঘ ৫ মাসের বকেয়া বেতন পাওয়ার দাবীতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কর্মীরা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় টিকাদান কর্মীদের পক্ষে প্রতিনিধি হিসেবে আরিফ উল্লাহ, কাউসার মাহমুদ শামীম,মো. কাসেদ নুর, মো. ইউসুফ,সাহেদ হোসেন, আবদুর রহিম, সাহেদা বেগম, বিশ্বজিৎ বড়ুয়া এবং জোবাইদা আক্তার উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে বলা হয়, গত ৬ বছর সময় ধরে জীবন বাজি রেখে মাঠ ঘাট, নদী নালা, খাল বিল, দূর্গম পাহাড়ি এলাকা বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার কাজ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে করে যাচ্ছি। ফলে আজ রোহিঙ্গা ক্যাম্পে গুটি বসন্তমুক্ত, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, পোলিও মুক্ত, হাম-রুবেলা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

দীর্ঘ ৬ বছর ধরে টিকাদান কর্মসূচির দায়িত্ব পালন করতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে গাড়ী করে যাওয়ার পরেও ৪/৫ কি:মি: জায়গা পায়ে হেঁটে যেতে হয়। বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার চাহিদা ও কর্মস্থলে যাতায়াত খরচ বেড়ে যাওয়াতে আমাদের মাসিক নির্ধারিত বেতন ১৯,৫০০/- টাকা দিয়ে পরিবার পরিজনের ভরন পোষন ও অন্যান্য খরচাদি সমন্বয় করা মোটেই সম্ভব হচ্ছে না। কিন্তু পরিতাপের বিষয় বিগত ৫ মাস যাবৎ আমাদের বেতন বন্ধ থাকায় ১০৮ জন টিকাদান কর্মী পরিবার চরম মানবেতর জীবন যাপন করছে। তাই উক্ত ৫ মাসের বেতনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সাথে যোগযোগ করলে আশানুরুপ কোন আশ্বাস পাইনি।

এ বিষয়ে টিকাদান কর্মীদের প্রতিনিধি মো. কাসেদ নুর ও বিশ্বজিৎ বড়ুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে বলেন, আমাদের বকেয়া বেতন না পেলে আগামী রোববার থেকে কর্মবিরতি উখিয়া সদরে মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, টিকাদান কর্মীদের দাবী সম্বলিত স্মারকলিপিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।

উল্লেখ্য, সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি কক্সবাজার জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইনচার্জ উখিয়া থানা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অফিসার উখিয়া, ইউনিসেফ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

আরও খবর