চকরিয়ায় ফের পুলিশের জালে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের চকরিয়ায় হারবাং পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ও বনমামলায় সাজাপ্রাপ্তসহ ৩ আসামিকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, জিআর ৬৮৮/১৮ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি চকরিয়ার মহছনিয়া কাটা বরইতলী এলাকার বেলাল হোসেনের পুত্র রুবেল হোসেন (৩০) ও মৃত রহমত আলী প্রকাশ নছরুত আলীর পুত্র আবদুল হাকিম (৫০) এবং বন ৮৭/১৭ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর হারবাং এলাকার মৃত আবদুল মোনাফের পুত্র ইলিয়াছ হোসেন (৪০)।

চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম, এএসআই রাজীব, এএসআই সোলাইমানসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদ জানান, বন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটকের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ২০ বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ ১৬ জনকে আটক করা হয়েছে।

আরও খবর