উখিয়ায় বাড়ছে নারী-শিশু পাচার: আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ

রতন কান্তি দে, কক্সবাজার জার্নাল •

উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাম্প্রতিক সময়ে উখিয়ায় উদ্বেগজনক হারে শিশু সহ মানব পাচার বেড়ে যাওয়ায় কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ ও ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত সমূহ আরো সক্রিয় করণসহ বিভিন্ন বিষিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবী, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম ছৈয়দ আলম,কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে,পল্লী বিদ্যুৎ উখিয়া সমিতির ডিজিএম মোহাম্মদ ইব্রাহিম, রাজা পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সালাউদ্দিন প্রমূখ।

সভায় বডার গার্ড ৩৪ বিজিবির কর্মকর্তা, ৮ এপিবিএনের কর্মকর্তা, ১৪ এপিবিএনের কর্মকর্তা, উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তাসহ সকল ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ পাহাড় কাটা, সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন পরিষদ সমূহের গ্রাম আদালতকে আরো সক্রিয়করণ, ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির কার্যক্রমকে গতিশীল করা এবং উপজেলার বিভিন্ন স্টেশন সমূহের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা, চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের এখতিয়ার বহির্ভূত কার্যক্রম ও টমটম লাইসেন্স প্রদান থেকে বিরত থাকা সহবিভিন্ন জনঃ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।

আরও খবর