রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত সবাই

সুজাউদ্দিন রুবেল •

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। ক্যাম্পের অপরাধ দমনে যৌথ অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধরা।

আর র‍্যাব বলছে, ক্যাম্পে আরসার ৪০০ থেকে সাড়ে ৪০০ সদস্য রয়েছে। তাদের শনাক্তের পাশাপাশি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়ার কুতুপালংয়ের রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলো যেভাবে ক্যাম্পে অস্থিরতা তৈরি করছে তাতে স্থানীয়রাও আতঙ্কে রয়েছেন। আমরা চাই, ক্যাম্পে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হোক। প্রয়োজনে সব বাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রুপগুলোকে আইনের আওতায় আনা হোক।’

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহামুদুল হক চৌধুরী বলেন, ক্যাম্পে ঘটা অপরাধমূলক কর্মকাণ্ডে মিয়ানমারের পৃষ্ঠপোষকতা রয়েছে। মিয়ানমার থেকে ইয়াবা, আইস আনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এসব সন্ত্রাসী গোষ্ঠী। প্রত্যাবাসন ঠেকানোই তাদের মূল উদ্দেশ্য।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আরসা অস্ত্র সংগ্রহ করে ক্যাম্প হত্যাকাণ্ডসহ নানা অপরাধ সংঘটিত করছে। ভারি অস্ত্রগুলো আবার তারা লুকিয়ে রাখছে। তবে ক্যাম্পে আরসার ৪০০ থেকে সাড়ে ৪০০ সদস্য রয়েছে। তাদের শনাক্তের পাশাপাশি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর