রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের বাইরে মিললো যুবকের লাশ!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করলে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আমরা এই লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর