চট্টগ্রামে ২০ হাজার ইয়াবা নিয়ে ধরা টেকনাফের তিন কারবারি

চট্টগ্রাম •

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ওসি আব্দুল করিম।

তিনি জানান, সিএমপি ইপিজেড থানার একটি আভিযানিক দল ১৭/০৭/২০২৩ খ্রিঃ নগরীর ইপিজেড থানাধীন খেজুরতলা বেড়ীবাধ গোল-চত্তর মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে মোঃ আলমগীর (৪০), টেকনাফের জাদিমুড়া গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ ইরফান (২৫) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ আলী প্রকাশ মাহমুদুল হক (২৩)।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও খবর