নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বার্মিজ পণ্যসহ আটক ১

বান্দরবান প্রতিনিধি •

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চেরারকুল এলাকা থেকে ১৮ হাজার ২০৫ পিস ইয়াবা, নগদ ৮০ হাজার টাকা ও ৬ হাজার ৭৭৩ কেজি বার্মিজ সুপারিসহ কামাল হোসেন (২৪) নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কম্বোনিয়া এলাকার চেরারকুল এলাকার অদূরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ হাজার ২০৫ পিস ইয়াবা এবং নগদ ৮০ হাজার টাকা ও ৬ হাজার ৭৭৩ কেজি বার্মিজ সুপারিসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর